বয়েস সবে তিন, কিন্তু আইকিউ ১৬০!
শিশুটি এখনো কিন্ডারগার্টেনেই ভর্তি হয়নি। অথচ তার আইকিউ ১৬০ ছাড়িয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার মাত্র ৩ বছর বয়েসী অ্যালেক্সিস মার্টিনকে তার বিস্ময়কর বুদ্ধিমত্তার জন্য এখন সবাই চিনেন। ফনিক্স টেলিভিশন স্টেশন জানায়, অ্যারিজোনার শহরতলী কুইন ক্রিকের এই ছোট্ট মেয়েটির আইকিউ ১৬০-এর ওপরে। বুদ্ধিমত্তায় সেরা মানুষদের নিয়ে গঠিত একটি সংগঠন মেনসা'র সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে স্থান পেয়েছে মেয়েটি। অ্যালেক্সির গর্বিত পিতা ইয়ান মার্টিন স্থানীয় সংবাদমাধ্যম এবিসি১৫-কে এক সাক্ষাৎকারে বলেন, তার আইপ্যাড...
Posted Under : Health News
Viewed#: 21
আরও দেখুন.

